দেশ

৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু

নয়াদিল্লিঃ আরও একমাস বাড়ল লকডাউন। পঞ্চম দফার লকডাউনের ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। শনিবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে দেশে। অর্থাৎ এই দফায় লকডাউনের মেয়াদ হবে এক মাস। তবে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউনের তেমন প্রভাব আর থাকছে না। শর্ত সাপেক্ষে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তরাঁ, শপিং মল ও অন্যান্য হসপিটালিটি পরিষেবা ৮ জুন থেকে চালু হবে। স্কুল, কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ক্ষেত্রে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানানো হয়েছে। এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি অভিভাবকদের মতামত শোনার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তা হবে জুলাই মাসেই। ফলে গোটা জুন মাসজুড়ে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, কন্টেইনমেন্ট জোন ছাড়া দেশের বাকি অংশে অধিকাংশ বিষয়েই ছাড় থাকছে। এই দফায় মেট্রো চলাচল, আন্তর্জাতিক বিমান পরিষেবা, সিনেমা হল, জিম, সুইমিং পুল, বার, থিয়েটার ও যে কোনও রকমের জমায়েত বন্ধ থাকবে। কেন্দ্র জানিয়েছে, রাজ্য ও জেলার মধ্যে যাতায়াতের জন্য আর পৃথকভাবে কোনও পাস লাগবে না। এক্ষেত্রে অবশ্য বলা হয়েছে, কোনও রাজ্য যদি অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করতে চায় তবে তা আগেভাগে জানাতে হবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত কার্ফু।

লকডাউন ৫.০: দেখে নিন কীসে কীসে ছাড় দেওয়া হল

🔴৮ জুন থেকে খুলবে শপিং মল।
🔴৮ জুন থেকে খুলবে হোটেল।
🔴৮ জুন থেকে খুলবে রেস্তোরাঁ।
🔴৮ জুন থেকে খুলবে ধর্মীয় স্থান।
🔴 আন্তঃরাজ্য যাতায়াতে ছাড়।
🔴যাত্রীবাহী ট্রেন, শ্রমিক স্পেশাল ট্রেন, ঘরোয়া বিমান পরিষেবায় ছাড়।
🔴দেশের বাইরে আটকে পড়া ভারতীয়দের ফেরানো যাবে।
🔴কোনও পণ্যবাহী যানকে আটকাতে পারবে না রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।
🔴বিদেশি নাগরিকদের সংশ্লিষ্ট দেশে ফেরানোর প্রক্রিয়া চলবে।

লকডাউন ৫.০ঃ দেখে নিন কীসে ছাড় নেই

🔴 আন্তর্জাতিক উড়ান পরিষেবা
🔴 মেট্রো রেল
🔴 সিনেমা হল
🔴 জিম
🔴 সুইমিং পুল
🔴 বিনোদন পার্ক
🔴 থিয়েটার
🔴 বার
🔴 অডিটোরিয়াম
🔴 অ্যাসেম্বলি
🔴 ধর্মীয় সভা
🔴 রাজনৈতিক সভা
🔴 খেলাধূলা
🔴 সাংস্কৃতিক বা ধর্মীয় অনুষ্ঠান কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, উপরোক্ত যেসব ক্ষেত্রে এখনও ছাড় দেওয়া হয়নি, তা চালু করার ব্য়াপারে অগাস্ট মাসে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

দেখে নিন কেন্দ্রের সেই নির্দেশিকা –