জেলা

সন্দেশখালিতে ১৪৪ ধারার মধ্যেই বিজেপির সদস্যরা ঢুকতে চাওয়ায় ধুন্ধুমার, আটক লকেট চট্টোপাধ্যায়

সন্দেশখালিতে ১৪৪ ধারার মধ্যে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা ঢুকতে চাওয়ায় বাধা দিল পুলিশ। আর তাই নিয়েই চরমে উঠল পুলিশের সঙ্গে বিজেপি প্রতিনিধি দলের বচসা। শেষমেশ দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যাওয়া সেই প্রতিনিধি দলকে সন্দেশখালি থেকে বেশ কিছুটা দূরে ভোজেরঘাট এলাকায় আটকে দেওয়া হল শুক্রবার।সূত্রের খবর, দ্বীপ এলাকা থেকে অনেকটা দূরে ভোজেরঘাট এলাকাতেই তাঁদের আটকে দেওয়া হয়। বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ। সংবাদ সংস্থা এএনআই-এর ভিডিওতে তে সাংসদকে বলতে শোনা যায়, “এক জন জন প্রতিনিধিকে আপনারা এ ভাবে বাধা দিতে পারেন না!’’ পরে লকেট চট্টোপাধ্যায়কে লালবাজার নিয়ে যাওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, বারবার বলা সত্ত্বেও, ১৪৪ ধারা আছে জানানো সত্ত্বেও উনি যেতে চাইছিলেন। তাই তাঁকে আটক করে নিয়ে যাওয়া হল।