দেশ

প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে এবার জারি হল লুক আউট নোটিস

জনতা দল সেকুলার সাংসদ প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করা হল। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। কর্ণাটকের মন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, রেভান্নকে বিশেষ তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হতে হবে। নাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে। তদন্তকারী সিটের কাছে সাতদিনের সময় চেয়েছিলেন রেভান্ন। কিন্তু এই সময় তাঁকে দিতে অস্বীকার করেছে সিট। তেত্রিশ বছরের রেভান্নর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেস সরকারকে কটাক্ষ করেছে বিজেপি শিবির। প্রিয়াঙ্কা গান্ধীকে একহাত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রেভান্নর আইনজীবী সিটের কাছে সাতদিনের সময় চেয়েছে। কিন্তু তা খারিজ করে দিয়েছে সিট। নিজের এক্স হ্যান্ডেলে রেভান্ন ইতিমধ্যেই লিখেছে ব্যাঙ্গালোরে না থাকার জন্য আমি তদন্তে সহায়তা করতে পারছি না। কিন্তু আমার আইনজীবী তাঁদের সঙ্গে কথা বলবে। সত্য সামনে আসবে।