কলকাতা বিবিধ

ইংরেজি মাধ্যম বিতর্কে, ‘ভুল হয়েছে’ বাংলার মানুষের কাছে ক্ষমা চাইল লরেটো কলেজ

কলেজে ভর্তি হতে গেলে ইংরেজি মাধ্যম থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতার লরেটো কলেজ। যা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। বাংলার রাজধানীর বুকে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা মাধ্যম ব্রাত্য হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অনেকে। মাঠে নামে বাংলা পক্ষও। চাপে পড়ে বিষয়টি নিয়ে অবশেষে পিছু হঠল লরেটো কলেজ কর্তৃপক্ষ। আগের বিজ্ঞপ্তির জন্য নিঃশর্তভাবেভাবে ক্ষমা চাইল তারা। লরেটো কলেজের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, যে সমস্ত পড়ুয়া বাংলা মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারা লরেটো কলেজে ভর্তি হতে পারবে না। কেবলমাত্র ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করেছে, তারাই ভর্তির জন্য এই কলেজে আবেদন করতে পারবে। এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর বিতর্ক তৈরি হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে লরেটো কলেজের অধ্যক্ষকে মঙ্গলবারই তলব করা হয়েছিল। এরপর মঙ্গলবারই লরেটো কলেজের তরফে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে ক্ষমা চাইল কর্তৃপক্ষ। বিবৃতিতে লরেটো কলেজ কর্তৃপক্ষ লিখেছে, ‘কলকাতার লরেটো কলেজের ঐতিহ্য এবং সেবার ইতিহাস গৌরবময়। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে বাংলায় সার্বিক শিক্ষার পরিষেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। কিন্তু সম্প্রতি যে ভর্তির নীতি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে আমাদের বহুলালিত মূল্যবোধের প্রতিফলন দেখা যায়নি। এই ভুল আমাদের।’ সেই সঙ্গে আরও লিখেছে, ‘কলকাতার লরেটো কলেজ নিঃশর্ত ভাবে ক্ষমাপ্রার্থী বাংলার মানুষের কাছে। ভর্তির ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে। আমরা নতুন করে বাংলাকে পরিষেবার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’