কলকাতা

বড়দিনে রেকর্ড ভিড় পার্কস্ট্রিটে, বিকেলে যান চলাচল বন্ধ করে দিল পুলিশ

 বড়দিনে রেকর্ড ভিড় পার্কস্ট্রিটে।  বিকেল বাড়তেই ভিড় উপচে পড়ল পার্কস্ট্রিটে। ভিড়ের চাপে যান চলাচল বন্ধ করে দেওয়া হল। এখন সেন সব পথ যেন পার্ক স্ট্রিটে মিশতে শুরু করেছে। পার্ক স্ট্রিটে কচিকাঁচা থেকে তরুণ, তরুণীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভিড়ের চাপে বিশৃঙ্খলা হতে পারে, তাছাড়া করোনা নিয়ে সতর্কতা রয়েছে। তাই যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে প্রতি বছরই বড় দিনের বিকেল পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এক কথায় বলতে গেলে, এদিন পার্ক স্ট্রিটে জন জোয়ার নেমেছিল। তবে বরাবরই বড় দিন, ইংরেজি নববর্ষে পার্ক স্ট্রিটে ভিড় হয়। বো ব্যারাকস, সেন্ট পলস ক্যাথিড্রালের সঙ্গে পার্ক স্ট্রিটের অ্যালেনপার্কে প্রচুর জনসমাগম হয়। তবে পার্ক স্ট্রিট বন্ধ করে দেওয়ার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। অনেককে ধর্মতলা থেকে মল্লিকবাজার হেঁটে যেতে হয়।