লখিমপুরের ঘটনা ক্রমশঃঅন্যরকম রূপ নিতে শুরু করেছে। লখিমপুর কাণ্ডের প্রতিবাদে আজ দেশজুড়ে রেল রোকো কর্মসূচি পালন করা হচ্ছে। ঘটনার মূল অভিযুক্ত আশিষ মিশ্র গ্রেফতার হলেও উত্তেজনার পারদ এখনও শান্ত হয়নি। সোমবার লখিরপুর খিরির ঘটনায় যুক্ত থাকায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে গ্রেফতারের দাবি নিয়ে কৃষকরা রেল রোকো আন্দোলনের আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই কৃষকরা যাতে জমায়েত হতে না পারে সে কারণে লখনউতে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে। নির্দেশে লখনউ পুলিশ কমিশনার জানিয়েছেন যে দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। লখনউতে কৃষক সংগঠনের নেতাদের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। লখনউ পুলিশ জানিয়েছে যে স্বাভাবিকতা ব্যাহত করার চেষ্টা করা হলে কড়া জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে। কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে অনড় কৃষক সংগঠনের সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বলা হয় যে সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত সব ট্রেন, ট্রাফিক স্তব্ধ করে দেওয়া হবে।সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে বলা হয়, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ ও গ্রেফতারের দাবি নিয়ে চাপ সৃষ্টি করার জন্য সংযুক্ত কিষাণ মোর্চা দেশজুড়ে রেল রোকো কার্যক্রমের ঘোষণা করেছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে লখিমপুর খিরির জন্য বিচারের দাবি করা হবে। এসকেএম এই রেল রোকো আন্দোলন খুবই শান্তিপূর্ণভাবে করা হবে, কোনও অশান্তি ও রেলের সম্পত্তি ভাঙচুর না করে।’