৫ ঘণ্টা ২৭ মিনিটের চন্দ্রগ্রহণ, ৮২ মিনিট পূর্ণগ্রাসে থাকবে চাঁদ
২০২৫ সালের ভাদ্র পূর্ণিমায় আজ রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাতের এক বিশেষ সময় রক্তলাল হবে পূর্ণিমার চাঁদ। সেই ‘ব্লাড মুন’ দেখার অপেক্ষায় দেশ। ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্ত থেকে চন্দ্রগ্রহণ দেখার সুযোগ রয়েছে। আর ভারতে এর প্রভাব থাকায় গ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে সুতককাল শুরু হয়েছে। এই সুতককালে কোনও শুভ কাজ করা হয়না। এরই মাঝে সকলের কৌতূহল রয়েছে চন্দ্রগ্রহণ ও পূর্ণিমা লাগার সময় নিয়ে। ২০২৫ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ রয়েছে আজ রাতে। ৭ সেপ্টেম্বর রাত ৯ টা ৫৮ মিনিট থেকে রয়েছে চন্দ্রগ্রহণ। আর গ্রহণ শেষ হবে মধ্যরাত পার করে। ততক্ষণে ঘড়িতে ১২ টা পেরিয়ে যাবে। খাতায় কলমে ৮ সেপ্টেম্বর রাত ১ টা ২৬ মিনিটে গ্রহণ শেষ হবে। ভারতের যে কোনও প্রান্ত থেকে স্পষ্ট ভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ, যদি আকাশ মেঘমুক্ত থাকে। গ্রহণের সময়ে পৃথিবীর ছায়া ধীরে ধীরে চাঁদের উপর পড়বে এবং তার রঙ তামার মতো উজ্জ্বল লাল হয়ে উঠবে। সেই কারণেই এ দিনের গ্রহণ ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। একেই বলা হয় চন্দ্রগ্রহণ। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে চাঁদ ধীরে ধীরে অনুজ্জ্বল হতে শুরু করে এবং এক সময়ে লাল বা কমলা রঙের দেখায়। গ্রহণের সময়ে চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ে। তখন বায়ুমণ্ডলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে নীল আলো শোষণ করে নেয়। এর ফলে শুধুমাত্র লাল ও কমলা রঙের আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছয়। এই কারণেই চাঁদকে গাঢ় লাল বা তামাটে দেখায়।
ভারতে কখন দেখা যাবে গ্রহণ?
চন্দ্রগ্রহণ ৭ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৮ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। ৮ সেপ্টেম্বর ভোর ২টো ২৫ মিনিটে গ্রহণ সম্পূর্ণ রূপে শেষ হবে। তবে ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৪১ মিনিটে গ্রহণের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ‘ব্লাড মুন’ দেখা যাবে।


