কলকাতা

টানা ১৯ দিন মা উড়ালপুলে বন্ধ থাকছে যান চলাচল

আজ রাত সাড়ে ১১টা থেকে আগামী ১৯ দিন ভোর ৬টা পর্যন্ত মা উড়ালপুলের দুই দিক বন্ধ থাকবে। লালবাজার সূত্রের খবর গ্লোবাল সামিটের জন্য মা উড়ালপুলকে রং করা হবে। রং করার সময় যাতে কোনওরকমের দুর্ঘটনা না ঘটে তার জন্যই মা উড়ালপুলের উপর গাড়ি চলাচল নিষিদ্ধ করল কলকাতা পুলিশ। ইতিমধ্যেই যাতে কোনওরকমের যানজট সৃষ্টি না হয় তার জন্য লালবাজারে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা একটি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা, যুগ্ম নগরপাল ট্রাফিক সন্তোষ পান্ডে, কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল সদর শুভঙ্কর সিংহ সরকার। মা উড়ালপুল বন্ধ থাকার জন্য যাতে কোনওরকমের যানজট সৃষ্টি না হয় তার জন্য গাড়িগুলিকে রবীন্দ্র সদন, মিন্টো পার্ক, থিয়েটার রোড, সায়েন্স সিটির দিকে ঘুরিয়ে দেওয়া হবে। রাস্তায় যানজট যাতে না হয় তার জন্য অতিরিক্ত সার্জেন্ট নামানো হবে বলেও সূত্রের খবর। পাশাপাশি গোটা ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা।