কলকাতা

মুখ্যমন্ত্রীর উদ্যোগে মদনের পরিচিত রোগীকে ভর্তি নিল কলকাতা মেডিক্যাল

এসএসকেএম হাসপাতাল ভরতি না নিলেও রবিবার মদন মিত্রের পরিচিত সেই অসুস্থ স্বাস্থ্যকর্মীকে ভরতি নিল কলকাতা মেডিক্যাল কলেজ ৷ শুরু হয়েছে তাঁর চিকিৎসা ৷ মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই সরকারি হাসপাতালে ওই ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা হয়েছে বলেও জানিয়েছেন মদন মিত্র । যাকে নিয়ে এত কাণ্ড সেই স্বাস্থ্যকর্মীর জন্য চিকিৎসার ব্যবস্থা করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । রবিবার বাড়ি থেকে বেরোনোর সময় মদন মিত্রকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিকরা । এর জবাবে মদন বলেন যারা এফআইআর করার কথা মনে করেছেন তারা দায়ের করেছেন । তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি । একটাই দাবি ছিল আমার ওই স্বাস্থ্যকর্মীর ভর্তি এবং গরিবের চিকিৎসা । রোগীর বাড়ির লোকেরা সিএমএর অফিসে গিয়েছিলেন । সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন ৷ আজকে সকালে ওদের কাছে ফোন গিয়েছে । কলকাতা মেডিক্যাল কলেজে ওদের ভর্তির ব্যবস্থা হয়েছে । এটাই মমতা সরকারের মুখ । এর জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি । শুক্রবার রাতে রোগী ভর্তিকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় শনিবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে এসএসকেএম কর্তৃপক্ষ ৷ সেই অভিযোগে নাম রয়েছে মদন মিত্রেরও ৷ তাঁর বিরুদ্ধে হাওয়া এফআইআর প্রসঙ্গে রবিবার মদন মিত্র জানিয়েছেন এবিষয়ে তাঁর আইনজীবী যা করার করবেন তিনিই দেখবেন ৷ এদিন এসএসকেএম নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল । কিন্তু এই বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন মদন মিত্র । বরং কলকাতা মেডিক্যাল কলেজের প্রসঙ্গ তুলে তিনি জানান ওই স্বাস্থ্যকর্মীর চিকিৎসা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এতেই তিনি খুশি । মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া ওই রোগীকে ভর্তি নেওয়া হত না বলেও মনে করেন মদন মিত্র ৷ এই ইস্যুতে বিরোধীরা যেভাবে তাঁর সমর্থনে পাশে দাঁড়িয়েছে তা নিয়েও মদন মিত্রকে প্রশ্ন করা হয়েছিল । জবাবে তিনি বলেন কে কী বলছে আমি জানি না । বিরোধীদের খুশি করার জন্য আমি কিছু করিনি । আমি তৃণমূলে ছিলাম । তৃণমূলেই আছি । এটুকু বলতে পারি আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার আমাকে কামারহাটি থেকে জিতে আসার কথা বলেন আমি মানুষের সমর্থনে জিতে আসতে পারব । “