জেলা

এবার বজবজে বেআইনি বাজির গোডাউনে বিস্ফোরণ, মৃত কিশোরী সহ ৩

এগরার কাটতে না কাটতেই এবার দক্ষিণ ২৪ পরগানার বজবজ। বিধ্বংসী আগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাজির গোডাউন। ঘটনাটি ঘটেছে বজবজের নন্দরামপুরের দাস পাড়ায়। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। এদের দুজনের মধ্যে ২ মহিলা। অন্যজন ১৩ বছরের এক কিশোরী। আহত এক মহিলাকে বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয় ৩। রবিবার সন্ধে সাড় সাতটার পরে ওই বাজির গোডাউনে আগুন লেগে যায়। বিকট বিস্ফোরণ কেঁপে ওঠে গোটা এলাকা। জানা যাচ্ছে ২ জন ওই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। আহত হয়েচেন আরও একজন। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেটিকে ঘিরে ফেলে পুলিশ। কারখানার ছাদে মজুত বাজিতে আগুন লেগেই বিস্ফোরণ ঘটে যায় বলে জানা যাচ্ছে। ছাদের উপরে শোড বানিয়েই বাজি রাখা হয়েছিল। সেখানে কাজ করছিলেন ২ মহিলা। নিষিদ্ধ চকলেট বাজিও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কারখানা চত্বরে। কারখানায় অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থা চেখে পড়েনি। পুলিস এনিয়ে কিছু বলতে নারাজ। এলাকায় আরও কোনও বাজি কারখানা রয়েছে কিনা তা ঘুরে দেখে পুলিস। কারখানা থেকে বহু বাজির প্যাকেটে এনে লরিতে তোলে পুলিস। কারখানা মালিকের খোঁজ চালাচ্ছে পুলিস। দমকল এলেও রাস্তা সরু হওয়া সেটি ঢুকতে পারেনি। স্থানীয় মানুষজনই আগুন নিভিয়ে ফেলেন।