মধ্যপ্রদেশের জবলপুরে আগাম ঘোষণা করেই বলদেও বাগে কংগ্রেসের কার্যালয়ে ঢুকে কার্যত গুন্ডামিও চালাল বজরং দলের উগ্র সমর্থকরা। আগাম হুমকি দেওয়া সত্বেও কেন কংগ্রেস দফতরের সামনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা গেল না, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি বিজেপির ‘দলদাসে’ পরিণত হওয়া জবলপুর পুলিশ। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি দলীয় কার্যালয়ে হামলাকারী গুন্ডাদের গ্রেফতারির দাবি জানানো হয়েছে। ঘটনার সূত্রপাত কর্নাটকে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে। ওই ইস্তেহারে প্রতিওশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্যে দল সরকার গড়লে বজরং দল, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-সহ ধর্মকে নিয়ে বেওসা চালানো সংগঠনকে নিষিদ্ধ করা হবে। আর তাতেই আঁতে ঘা লেগেছে বজরং দলের বাহুবলী সদস্যদের। গতকাল বুধবার জবলপুরে বজরং দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, বৃহস্পতিবার বলদেও বাগে কংগ্রেসের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হবে। পূর্ব ঘোষণা মতোই এদিন দুপুরে মিছিল বের করে বজরং দলের সমর্থকরা। ওই মিছিল পৌঁছয় কংগ্রেস কার্যালয়ের সামনে। প্রায় আধঘন্টার মতো বিক্ষোভ দেখানোর পরে আচমকাই কংগ্রেস কার্যালয়ের গেট ভেঙ্গে ভিতরে ঢুকে গুন্ডামি শুরু করে দেয় তারা। কংগ্রেস কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি একাধিক ফেস্টুন, ফ্লেক্সও ছিড়ে ফেলা হয়.