দেশ

শিবরাজ সিং চৌহান জমানায় ইতি, মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব

যাবতীয় জল্পনার অবসান। শিবরাজ সিং চৌহান নন, মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব। সোমবার মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবের নাম প্রকাশ করা হয়। উজ্জয়িন দক্ষিণ বিধানসভা থেকে নির্বাচিত হন বিজেপির মোহন যাদব।  এবার তাঁকেই মুখ্যমন্ত্রীর পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ২০১৩ সালে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হন মোহন যাদব।  তখন থেকেই তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর ২০১৮ সালেও তিনি বিধায়ক নির্বাচত হন। পরপর ৩বার জয়ের পর এবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসছেন মোহন যাদব। ২০২০ সালে মোহন যাদব মধ্যপ্রদেশের মন্ত্রী হন।  ওই সময় থেকেই মোহন যাদবের ক্ষমতা আরও বেশি করে প্রসারিত হতে শুরু করে।  শিবরাজ সিংহের মন্ত্রিসভায় থেকেও মোহন যাদবের ক্ষমতা ক্রমাগত প্রসারিত হতে শুরু করলে, এবার তাঁকেই মধ্যপ্রদেশের  মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি নেতৃত্বের তরফে। বিজেপি সূত্রের খবর, মবার মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন গেরুয়া শিবিরের তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজ্যসভার সাংসদ কে লক্ষ্মণ, বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য আশা লারকা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। দীর্ঘ আলোচনার পর তাঁরাই মোহন যাদবের নামে সিলমোহর দেন। এছাড়া বিদায়ী অর্থমন্ত্রী জগদীশ দেওড়া এবং বিদায়ী জনসংযোগমন্ত্রী রাজেন্দ্র শুক্লা এই দুজনকে উপমুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে