দেশ বিদেশ

উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৪.৮

শুক্রবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ । কম্পন অনুভূত হয়েছে ভারতের অসম এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও। এদিন সকাল ১০টা বেজে ১৬ মিনিটে এই ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের অভ্যন্তরে, সিলেটের গোলাপগঞ্জ থেকে ১২ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কারও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কোনও সম্পত্তির ক্ষতিরও খবর পাওয়া যায়নি