দেশ

সচিবালয়ের ছাদ থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার ও বিধায়কদের

সচিবালয়ের ছাদ থেকে ঝাঁপ ডেপুটি স্পিকার ও বিধায়কদের ৷ কিন্তু নীচে জাল পাতা ছিল ৷ তাতে আটকে প্রাণে বেঁচে গিয়েছেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ৷ শুক্রবার সকালে সংরক্ষণ ইস্যু নিয়ে ঝামেলা চলছিল ৷ তাই মহারাষ্ট্র সরকারের সচিবালয়ের চারতলা থেকে ঝাঁপ দিয়ে প্রতিবাদ করেন ৷ ডেপুটি স্পিকারের সঙ্গে কমপক্ষে 4-5 জন বিধায়ক ঝাঁপ মেরেছেন বলে সূত্রের দাবি। জানা গিয়েছে, ধাঙর সম্প্রদায়কে আদিবাসী সম্প্রদায়ের তকমা দেওয়ার বিরোধিতা করেন আদিবাসী সম্প্রদায়ের নেতা ও বিধায়ক নরহরি জিরওয়াল ৷ তিনি অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-র সদস্য (এনসিপি) ৷ গত দু’দিন ধরে মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভার বৈঠক চলছে ৷ আজও বৈঠক হচ্ছিল ৷ সেখানেই এ নিয়ে আলোচনা হয়। ঘটনাচক্রে এদিনই সচিবালয়ে যান ডেপুটি স্পিকার। তাঁর সঙ্গে ছিলেন কিছু বিধায়কও। একাধিক মন্ত্রীর সঙ্গেও দেখা করেন তাঁরা। ধাঙর সম্প্রদায়কে আদিবাসী তকমা দেওয়ার বিরোধিতা করতে থাকেন আদিবাসী সম্প্রদায়ের বিধায়করা ৷ মন্ত্রিসভার বৈঠক চলাকালীন প্রতিবাদে ওই বিধায়করা সচিবালয়ের ছাদ থেকে ঝাঁপ দেন ৷ তাঁদের সঙ্গে ডেপুটি স্পিকার নরহরিও ঝাঁপ দেন । তবে সেফটি নেট থাকায় শেষরক্ষা হয় ৷ সূত্রের খবর, আদিবাসী সম্প্রদায়ের নেতা এবং বিধায়করা শুক্রবারই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেন ৷ তাঁর মধ্যে ছিলেন ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল ৷ তিনি নিজেও আদিবাসী সম্প্রদায়ের ৷ ধাঙর সম্প্রদায়কে আদিবাসীর অন্তর্ভুক্ত করলে তাঁরা রাস্তায় নেমে আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন ৷মুখ্যমন্ত্রীর আগে ডেপুটি স্পিকার দেখা করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্তের সঙ্গেও ৷ তাঁর সঙ্গে ছিলেন আদিবাসী সম্প্রদায়ের বিধায়করা ৷ তাঁরা দাবি করেন, ধাঙর সম্প্রদায়কে তফশিলি উপজাতির অন্তর্ভুক্ত করা যাবে না ৷ ওই বৈঠকেই তাঁরা মুখ্যমন্ত্রী শিন্ডের সঙ্গে দেখা করতে চান ৷ সংরক্ষণ এবং অন্যান্য দাবিদাওয়া নিয়ে শিন্ডের সঙ্গে আলোচনা হয় ৷ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছ থেকে কোনও সদুত্তর না পেয়ে প্রতিবাদে নামেন নরহরি জিরওয়াল-সহ অন্য আদিবাসী বিধায়করা ৷ প্রচণ্ড ক্ষোভে তাঁরা সচিবালয়ের চারতলার ছাদ থেকে নীচে ঝাঁপ দেন ৷ কিন্তু সেখানে আগে থাকতে জাল বিছানো ছিল ৷ তাই সবাই ওই জালে গিয়ে পড়েন ৷