একেবারে মহাসঙ্কটে মহারাষ্ট্রের শিবসেনা এনসিপি ও কংগ্রেসের জোট সরকার। জোটের প্রধান শরিক শিবসেনার শীর্ষ নেতা ও রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে গুজরাটের সুরাটে বেশ কয়েকটি দলের বিধায়কদের নিয়ে গিয়েছেন বলে খবর। শিন্ডে রয়েছেন মোদীর রাজ্য গুজরাটের সুরাটে। তাহলে কি মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো মহারাষ্ট্রেও এবার অপরেশন লোটাস? প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে, কমপক্ষে ১২ জন বিধায়ক নিয়ে সুরাটেরয়েছেন শিন্ডে। কিন্তু পরে জানা যায় শিন্ডের সঙ্গে থাকা বিধায়কদের সংখ্যা প্রায় ২০। যদিও সরকার কোনও সঙ্কটের সম্মুখীন বলতে মানতে রাজি নন সেনা মুখপাত্র সঞ্জয় রাউত। একই মত কংগ্রেসেরও। এনসিপি প্রধান শরদ পাওয়ারের দাবি, ‘মহারাষ্ট্রে তৃতীয়বার সরকার ফেলার ষড়যন্ত্র করেছে বিজেপি। মুম্বইতে ফিরে কথা বলব সব শরিকদের সঙ্গে। কিছিনা কিছু সমাধান বের হবে। তবে শিন্ডে রাগ করেছেন কিনা তা শিবসেনার অভ্যন্তরীণ বিষয়।’
মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনায় বিদ্রোহ নিয়ে সরকার বাঁচাতে শেষমেশ আসরে নামতেই হল শরদ পাওয়ারকে। বর্ষীয়ান মারাঠা নেতা পাওয়ার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন, কী এমন ঘটে গিয়েছে, যার জন্য সরকার পড়ে যাবে? বিজেপি ফের সরকার ফেলার চক্রান্ত করছে বলে তোপ দাগলেন পাওয়ার। তিনি আরও জানিয়ে দেন, রাষ্ট্রপতি ভোট নিয়ে বিরোধীদের বৈঠকের পরই তিনি মুম্বই যাবেন। সেখানে উদ্ধবসহ জোট শরিকদের সঙ্গে কথা বলবেন। পাওয়ার এদিন বলেন, আড়াই বছরের মধ্যে এটা নিয়ে তৃতীয়বার সরকার ফেলার ছক বিজেপির। আগের মতো এবারেও বিজেপির চক্রান্ত সফল হবে না বলেই মনে করেন তিনি। হাতে সময় আছে, কিছু না কিছু রাস্তা বেরিয়ে আসবে বলেই আস্থা প্রকাশ করেন পাওয়ার।