দেশ

মমতার লক্ষ্মীর ভাণ্ডারের অনুসরণে মহারাষ্ট্রেও মহিলাদের জন্য মাসিক ভাতা, ঘোষণা বাজেটে

বিধানসভা ভোটের আগে এবার মহারাষ্ট্রেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প৷ ভোটের আগে শেষ বাজেটে মহারাষ্ট্রের ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকার ভাতা ঘোষণা করল একনাথ শিন্ডে সরকার৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার৷ পাওয়ার জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই প্রকল্প চালু হবে৷ প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা৷ এই প্রকল্প চালানোর জন্য বছরে ৪৬ হাজার কোটি টাকা খরচ হবে মহারাষ্ট্র সরকারের৷ বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে রীতিমতো কল্পতরু হয়েছে বিজেপি এবং একনাথ শিন্ডে পন্থী শিবসেনার জোট সরকার৷ শুধু মহিলাদের জন্য মাসিক ভাতা চালু নয়, যোগ্য পরিবারদের বছরে তিনটি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হবে৷ এর পাশাপাশি ভোটের আগে রাজ্যের করের হার কমিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোরও উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার৷ মুম্বাই, নভি মুম্বাই এবং থানের পুরসভা এলাকায় পেট্রোলের রাজ্যের চাপানো কর ২৬ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে মহারাষ্ট্র সরকার৷ এর ফলে এই তিনটি এলাকায় পেট্রোলের দাম লিটার পিছু ৬৫ পয়সা কমবে৷ একই ভাবে নিজেদের চাপানো করের পরিমাণ কমিয়ে লিটার পিছু ডিজেলের দামও ২ টাকা কমিয়েছে মহারাষ্ট্র সরকার৷