দেশ

একতরফা সিদ্ধান্ত! লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

কোনও  কথা বলার সুযোগ না দিয়েই খারিজ করে দেওয়া হল মহুয়া মৈত্রর সাংসদ পদ।  অধ্যক্ষ সাংসদ খারিজের বিষয়ে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাশ করান লোকসভায়। বহিষ্কারের পর সংসদের বাইরে ক্ষোভে ফেটে পড়েন মহুয়া মৈত্র। বলেন,নারীবিদ্বেষী মনোভাবের প্রকাশ বিজেপি সরকারের। কোনও  কথা বলার সুযোগ না দিয়েই একতরফা বহিষ্কারের সিদ্ধান্ত। কালই হয়তো বাড়িতে সিবিআই যাবে, আশঙ্কা মহুয়ার। ভোটাভুটির সময় অবশ্য বিরোধীরা সভায় ছিলেন না। তৃণমূল-সহ বিরোধীরা এথিক্স কমিটির সুপারিশের তীব্র বিরোধিতা করেন। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি করেন। শাসকদলের সদস্যরা তাতে আপত্তি করেন। স্পিকার ওম বিড়লা বলেন, লোকসভায় এরকম নজির নেই। এথিক্স কমিটি মহুয়ার বক্তব্য শুনেছে। এরপরই বিরোধীরা লোকসভা চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত হন। সেখানে মহুয়া-সহ তৃণমূলের সাংসদরা তো ছিলে্নই। ছিলেন কংগ্রেসের সোনিয়া গান্ধী, লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রমুখ। ইন্ডিয়া জোটের অন্য শরিকদের প্রতিনিধিরাও ছিলেন। সম্প্রতি তিন রাজ্যের ভোটে কংগ্রেসের বিপর্যয়ে ইন্ডিয়া জোট বেশ ধাক্কা খেয়েছে। এদিন প্রশ্ন-ঘুষ কাণ্ডে মহুয়ার বহিষ্কারের পর ফের ইন্ডিয়া জোটের শরিকরা তৃণমূলের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ ইন্ডিয়ার ছবি তুলে ধরল। সংসদের বাইরে মহুয়া তাঁর বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, একতরফা সিদ্ধান্ত নিয়েছে সরকার তথা লোকসভা। সদ্য বহিষ্কৃত সাংসদের আশঙ্কা, আগামিকাল থেকেই হয়ত তাঁর বাড়িতে সিবিআই, ইডির হানা শুরু হবে। আগামী ছয় মাস তাঁকে হেনস্থা হতে হবে। মহুয়ার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্যই তাঁকে বলিপ পাঁঠা করা হল। লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বহিষ্কার তৃণমূলের পক্ষে একটা বড় ধাক্কা। যদিও মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই বলেছিলেন, লোকসভা ভোটের তিন মাস আগে মহুয়াকে বহিষ্কার করলে তাঁরই লাভ হবে। এদিনই এথিক্স কমিটির সুপারিশসম্বলিত রিপোর্ট লোকসভার স্পিকারের কাছে জমা পড়ে বেলা বারোটার সময়। তার আগে বেলা এগারোটায় অধিবেশন শুরু হলেই বিরোধীরা হইচই শুরু করে দেন। তাঁদের দাবি মহুয়াকে বলতে দিতে হবে। স্পিকার অধিবেশন বেলা বারোটা পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন। বারোটার সময় ফের অধিবেশন বসে। তখনও বিরোধীরা হইহল্লা করেন। ফের লোকসভা মুলতুবি হয় বেলা দুটো পর্যন্ত। তারপর দুটোয় অধিবেশন শুরু হয়। লোকসভার কংগ্রেস নেতা এথিক্স কমিটির ৪৯২ পাতার রিপোর্ট পড়ে দেখার জন্য তিনদিন সময় চেয়ে স্পিকারকে চিঠি দেন। তিনি সভায় বলেন, এখিক্স কমিটির রিপোর্ট অসম্পূর্ণ। কংগ্রেসের অপর সদস্য মণীশ তিওয়ারি বলেন, লোকসভার বহিষ্কারের এক্তিয়ারই নেই। তৃণমূলের সুদীপ এবং কল্যাণ দাবি করেন, মহুয়াকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। বিজেপি সদস্যরা বলেন, মহুয়া সংসদের মর্যাদাহানি করেছেন। তিনি লোকসভায় তাঁর ওয়েবসাইটের লগইন আইডি এবং পাসওয়ার্ড অন্যকে দিয়ে অনৈতিক কাজ করেছেন।