দেশ

ছত্তিশগড়ে ১৫ জন স্কুল পড়ুয়া সমেত নদীতে উল্টে গেল ভ্যান

১৫ জন স্কুল পড়ুয়া সমেত নদীতে উল্টে গেল ভ্যান। আজ, বুধবার সকালে ছত্তিশগড়ের শক্তি জেলায় ঘটনাটি ঘটেছে। পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত ২ জন পড়ুয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস সূত্রে খবর, আজ বুধবার সকালে একটি ভ্যান ১৫ জন স্কুল পড়ুয়াকে নিয়ে যাচ্ছিল। হাসাউদ এবং পিসাউদ গ্রামের মাঝে সোন নদীর উড়ালপুল পার হওয়ার সময়ে ভ্যানটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে যায়। এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কোনও মতে তারা ওই ১৫ জন পড়ুয়া এবং ভ্যানের চালককে নদী থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনায় কিছু পড়ুয়া আহত হয়েছে বলেও জানা গিয়েছে। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিস। তারা ওই পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করে। তবে হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর ১৩ জন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত ২ জন পড়ুয়াই ওই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিসের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে সব বিষয় খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।