অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আর কয়েকঘণ্টা ৷ তার আগে স্তব্ধ হয়ে গেল প্যারিসের রেল ব্যবস্থা ৷ সমস্যায় পড়েছেন প্রায় 8 লক্ষ মানুষ ৷ সেদেশের ট্রেন অপারেটর সংস্থা এসএনসিএফ বলেছে, ‘‘দেশের হাই স্পিড রেল নেটওয়ার্ক স্তব্ধ করে দিয়েছে কিছু অসৎ ব্যক্তি ৷ একাধিক জায়গায় অগ্নিসংযোগ, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা ৷ ফ্রান্সের সুরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আধিকারিকরা এই হামলাকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন ৷ একই সঙ্গে জানানো হয়েছে, এই ঘটনা অলিম্পিক গেমসের সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে । ফ্রান্সের পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট বলেন, ‘‘সমস্ত ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এগুলি অপরাধমূলক কর্মকাণ্ড ৷’’