জেলা

মাল নদীর হড়পা বান কাণ্ডে তদন্ত হচ্ছে: মুখ্যমন্ত্রী

মাল নদীতে হড়পা বান কাণ্ডে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। মালবাজারে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, ওই ঘটনা নিয়ে অনেক ব্যাপার আছে। ঘটনাটি নিয়ে তদন্ত হচ্ছে। কালীপুজো ও ছট পুজো নিয়ে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন মাল নদীতে হড়পা বানের সময় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে উদ্ধার করেছিলেন তাঁদের হাতে আর্থিক পুরস্কার ও সাহসিকতার শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান উদ্ধারকারী যুবকদের চাকরির প্রস্তাবও দেন। এদিন উদ্ধারকারী যুবক মহম্মদ মানিক-সহ আট জনের হাতে পুরস্কার হিসাবে ১ লাখ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। উদ্ধারকারী যুবকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি তাঁদের সাহসিকতার প্রশংসা করেন তিনি।