বিনোদন

মালয়ালম ছবির অভিনেতা-প্রযোজক বাবুরাজ-এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ!

যৌন নির্যাতনের অভিযোগ মালয়ালম ছবির অভিনেতা-প্রযোজক বাবুরাজ-এর বিরুদ্ধে। জুনিয়র আর্টিস্ট হিসেবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিনয় করা মহিলার উপর হেনস্থা করার দাবি উঠেছে। মহিলার অভিযোগ অনুযায়ী, বাবুরাজের আলুভার বাড়িতেই এই ঘটনাটি ঘটেছিল। অভিযোগ, কোনও এক ছবির চরিত্র নিয়ে আলোচনা করা হবে বলে মহিলাকে ডাকা হয় বাবুরাজের বাড়িতে। কিন্তু মহিলা সেখানে গিয়ে দেখেন বাবুরাজ এবং তাঁর সহযোগী ছাড়া আর কেউ সেখানে নেই। কিন্তু মহিলাকে নাকি বলা হয়েছিল সেখানে একজন পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজনার সহায়কও থাকবেন। কিন্তু সেখানে দুই জন ছাড়া আর কেউই ছিলেন না। পৌঁছানোর পর মহিলাকে একটি ঘরে অপেক্ষা করতে বলা হয়। খানিক বাদে বাবুরাজ সেই ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মহিলাকে। শুধু তা-ই নয়, তারপর তাঁকে আক্রমণ করা হয় বলে দাবি মহিলার। যৌন নির্যাতনের শিকার হন তিনি। মহিলার কথায়, ‘‘আমি সেই সময় এই ঘটনাটি কাউকে বলতে পারিনি কারণ তিনি একজন প্রভাবশালী জনপ্রিয় অভিনেতা আর আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই।’’ মহিলার দাবি, ছবির দুনিয়ায় এই রকম নির্যাতনের ঘটনা বিরল নয়, যেখানে মাঝেমধ্যেই মহিলাদের বলা হয়, আপোষ করলে চরিত্র মিলবে। বাবুরাজের প্রভাবের কারণে অভিনেত্রী তখন লিখিত অভিযোগ দায়ের করেননি। তাঁর ভয় ছিল, প্রতিশোধ নিতে পারেন তাঁরা। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে এই ধরনের ঘটনার শিকার যাঁরা হন, তাঁদের কেউ সমর্থন করে না। তিনি যদিও কোচির তৎকালীন ডেপুটি কমিশনারের (ডিসিপি) কাছে গিয়েছিলেন। যিনি তাঁকে লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছিলেন। তা সত্ত্বেও, তিনি সেই সময়ে আইনি পদক্ষেপ নেওয়ার সাহস পাননি। অন্যদিকে বাবুরাজ এই ঘটনার প্রতিক্রিয়া দেওয়ার সময়ে দাবি করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি জানিয়েছেন, অভিযোগকারিণীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। তিনি এই অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেতার মতে, সেই অভিনেত্রী হয়তো তাঁকে অপমান করার জন্য নিযুক্ত হয়েছিলেন। এটি একটি চক্রান্ত বলে দাবি। বাবুরাজের অনুমান, এই অভিযোগ যে সময়ে করা হচ্ছে, সেই সময়ে মালায়ালম মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (এএমএমএ) সাধারণ সম্পাদক পদের জন্য তাঁকে প্রার্থী করা হয়েছে। ইন্ডাস্ট্রিতেই তাঁর প্রতিদ্বন্দ্বীরা হয়তো এই ষড়যন্ত্র করেছিলেন বলে তাঁর ধারণা।