মহাকুম্ভে স্নানে গিয়ে মৃত্যু মালদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের। ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু, দাবি পরিবারের। মৃতের নাম অমিয় সাহা (৩৩)। মালদা বৈষ্ণবনগরের বীরনগর-২ গ্রাম পঞ্চায়েতের চড়বাবুপুর এলাকার বাসিন্দা। সূত্রের খবর, কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিয়। পরিবার ও আত্মীয়দের দশজনের দলের সঙ্গে মহাকুম্ভে স্নানে যান তিনি। তাঁর সঙ্গে ছিল তার বাবা-মা। কিন্তু ভিড়ের মধ্যে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অমিয়। এই ভিড়ের মধ্যে খোঁজাখুঁজিতে ভিড়ের চাপে শুরু হয় তাঁর শ্বাসকষ্ট। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। শুক্রবার দেহ ফিরেছে মালদা বাড়িতে। শোকের ছায়া গ্রামজুড়ে। পরিবারের অভিযোগ, উত্তরপ্রদেশের হাসপাতালে নিয়ে গেলেও সেখানে কোনও কাগজ বা সেরকম সহায়তাও করা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
