জেলা

‘কেন্দ্রের ডবল ইঞ্জিন ফুটো হয়ে গেছে, মোদি সরকারের আর আয়ু মাত্র ৬ মাস’, কটাক্ষ মমতার

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার মাল ব্লকে সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই তিনি আক্রমণ শানান কেন্দ্র সরকারের পাশাপাশি বিজেপিকেও। সাধারন মানুষকে তিনি জানিয়ে দেন, কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের আর আয়ু মাত্র ৬ মাস। তাই তাঁরা যেন সেই সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। এর পাশাপাশি তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন।  এদিন দৃঢ়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল জিতবেই। পঞ্চায়েত, জেলা পরিষদ সব জায়গাতেই জিতবে তৃণমূল।’ কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে নিশানা বানিয়ে এদিন মমতা বলেন, ‘দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। টোম্যাটোর দাম কেজিতে ১০০ টাকারও বেশি হয়ে গেছে দিল্লি-মুম্বাইয়ে। বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায় না। কিন্তু আপনাদের আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দিতে হবে। এখানে আপনার অধিকার, নিরাপত্তা কেউ কেড়ে নেবে না। রাজবংশী, কামতাপুরি, চা-শ্রমিক কারও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। একশ দিনের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে ছিনিয়ে আনবই। ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না ওরা। বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস। আগামীবছর লোকসভা নির্বাচনে দেশ থেকে ধুয়ে যাবে বিজেপি। দেশে এনআরসি করছে, এনকাউন্টার করে মানুষকে মারছে। বিদেশে গিয়ে নাম কুড়োনোর জন্য অন্য কথা বলছে। কেন্দ্রের ডবল ইঞ্জিন ফুটো হয়ে গেছে।’