কলকাতা

অগ্নিগর্ভ মণিপুরে আটকে পড়া রাজ্যের মানুষদের ফেরাতে তৎপর বাংলার মুখ্যমন্ত্রী

অগ্নিগর্ভ মণিপুরে বেসামাল পরিস্থিতে আটকে পড়েছেন কয়েক হাজার পর্যটক। তাঁদের মধ্যে বাংলার বাসিন্দারাও রয়েছেন। এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎপর হলেন বাংলার এই আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে। ট্যুইট করে সেই বার্তা তুলে ধরার পাশাপাশি ২টি বিশেষ হেল্পলাইনের নম্বরও জানালেন তিনি। শনিবার মুখ্যমন্ত্রী তাঁর টুইটে লেখেন, ‘আমরা মণিপুর থেকে যে ধরনের খবর এবং এসওএস বার্তা পাচ্ছি তাতে গভীর ভাবে ব্যথিত। আমি মণিপুরের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগরিকেরাও এখন সেখানে আটকে পড়েছেন। পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য দায়বদ্ধ। তাই মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় সাধন করে সেখানে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে উদ্যোগী বাংলা। মুখ্যসচিবকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করতে এবং দুর্দশা ও হতাশাগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব সময় জনগণের পাশে আছি। সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’ এই বার্তার পাশাপাশি তিনি ২টি হেল্পলাইন নম্বরও তুলে ধরেছেন। এই দুটি নম্বর হল 033-22143526, 033-22535185। যে কোনও রকমের সাহায্যের প্রয়োজন হলে এই দুটি নম্বরে ফোন করা যাবে। এই দুটি নম্বরই নবান্নের।