কলকাতা

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কলকাতায় অফিস করবে, বিনিয়োগ দেড় হাজার কোটি টাকা, কর্মসংস্থান হবে ৩০ হাজার: মুখ্যমন্ত্রী

কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস খোলা হচ্ছে, সেটা আগেই জানা গিয়েছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে রাজ্যে অন্তত ৩০ হাজার কর্মসংস্থান হবে। মুখ্যমন্ত্রীর ভাষায়, এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার রাজ্যের মুকুটে নতুন পালক হয়ে উঠবে। বুধবার নবান্নে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় তৈরি হতে চলেছে একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আগামী ২১ মার্চ এজন্য সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানির সঙ্গে বোঝাপড়া চুক্তি বা মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। কোন সংস্থা এটা তৈরি করবে, বা ঠিক কোথায় এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ে উঠবে, সেটা মুখ্যমন্ত্রী জানাননি। তবে তিনি জানিয়েছেন, ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে ট্রেড সেন্টারটি তৈরি করতে। সেজন্য প্রায় ৩৫ হাজার বর্গ ফুট জমি দেওয়া হবে।