বুধবার মন্ত্রিসভায় রদবদল করা হবে। চার-পাঁচ জনকে মন্ত্রিসভা থেকে সরানো হবে। তাঁদের কে দলের কাজে লাগানো হবে। নতুন পাঁচ-ছয় জনকে নতুন করে মন্ত্রিত্বের দ্বায়িত্ব দেওয়া হবে। বুধবার বিকেল ৪ টের সময় নতুন নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, “সুব্রতার প্রয়াণের পর তাঁর জায়গা খালি রয়েছে। সাধন পাণ্ডের জায়গাটিও খালি। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। ফলে একাধিক জায়গা খালি রয়েছে। আমার পক্ষে তো এতগুলো দফতর সামলানো সম্ভব নয়। তাই কিছু রদবদলের প্রয়োজন। অনেকে মাতব্বর হয়ে গিয়েছেন। অনেক কিছু বলছেন। কামরাজ মডেলে মন্ত্রিসভা ভেঙে নতুন করে গঠন হবে বলছে। এরকম কোনও পরিকল্পনা আমাদের নেই।” তবে কারা বাদ যাবেন বা কারা অন্তর্ভুক্ত হবেন, সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি মুখ্যমন্ত্রী৷ মন্ত্রিসভার ভাবমূর্তি উদ্ধার করতে বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে, এমন প্রত্যাশা ছিল রাজনৈতিক মহলের৷ এছাড়াও নতুন আরও ৭ টি জেলার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নতুন জেলা গুলি হল- ১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা), ২)ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা), ৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে), ৪) রাণাঘাট (নদিয়া), ৫) বিষ্ণুপুর (বাঁকুড়া), ৬) বহরমপুর, ৭) কান্দি (মুর্শিদাবাদ)। এর ফলে পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে ৩০ ।