জেলা

‘ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ইডি-সিবিআই মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেব’, বড় ঘোষণা মমতার

 ইন্ডিয়া জোটের সরকারই যে ক্ষমতায় আসছে, আগেই সেই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় এলেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেবেন তিনি৷ এ দিন আরামবাগের কামারপুকুরের সভা থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ চতুর্থ দফার ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভায় জোরের সঙ্গে দাবি করছেন, ইন্ডিয়া জোটের সরকারই দিল্লিতে ক্ষমতায় আসছে৷ তৃণমূলও যে ইন্ডিয়া জোট সরকারকে সমর্থন করবে, সেকথাও জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে যথারীতি এ রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বকে গুরুত্বই দিতে চাননি তৃণমূল সুপ্রিমো ৷ এ দিন কামারপুকুরের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কোনও জোট নেই।কংগ্রেস-সিপিআইএমের মহাঘোঁট আছে। ইন্ডিয়াটা আমার দেওয়া নাম। যার জন্য মোদিবাবু ইন্ডিয়া নামটা সংবিধান থেকে তুলে দিলেন। আমি বলে দিচ্ছি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ইডি- সিবিআইয়ের অত্যাচার তুলে দেব। যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে।’