কলকাতা

নাগরিকত্ব ইস্যুতে ফের মোদি সরকারের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

ফের নাগরিকত্ব ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জমির পাট্টা বিলি অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের পাট্টা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেই অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এনআরসি নিয়ে সরব হন। নাগরিকত্ব ইস্যুতে মানুষকে বলেন, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আর এখন বলছে নাগরিকত্ব দেবে। এটা বলা মানে অসম্মান করা নয়? এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়েও সরব হন। তিনি বলেন, এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। নিজেদের নাম ভোটার তালিকায় রয়েছে কি না তা নিজে ভোট কেন্দ্রে গিয়ে দেখে নেবেন। একইসঙ্গে নিজের নামের পাশাপাশি পরিবারের সদস্যদের নাম রয়েছে কিনা তাও দেখার কথা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এনআরসি নিয়ে অসমের প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।