কলকাতা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শারদোৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মহালয়ার আগের দিনই শারদোৎসবের সূচনা হয়ে গেল বাংলায় । শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় গিয়ে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিকেলে শ্রীভূমির মণ্ডপে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে ছিলেন সুজিত বসু, ব্রাত্য বসু, নচিকেতা চক্রবর্তী । মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উৎসবের সূচনা করে তিনি বলেন, ‘আজ পর্যন্ত পিতৃপক্ষ চলছে। তাই আজ পুজোর উদ্বোধন করব না।’ এদিন ৫০টি মোটরসাইকেল তিনি তুলে দেন দমকল কর্মীদের হাতে।  শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর কর্ণধার দমকলমন্ত্রী সুজিত বসু । পুজোয় দর্শনার্থীদের ভিড়ে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেকথা স্মরণ করিয়ে এদিন পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রচুর মানুষ আসবেন। ট্রাফিক ব্যবস্থা যেন ভালো থাকে। আগেরবার আপনারা ভালো ব্যবস্থা করেছিলেন। রাস্তার ভিড়ের জন্য বিমান ধরতে গিয়ে যেন কারোর দেরি না হয়।’  এদিনও বন্যা পরিস্থিতি নিয়ে

বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ‘এই বন্যাটা ম্যান মেড। আমরা সব জায়গায় ত্রাণের ব্যবস্থা করেছি। ত্রাণের জন্য ড্রাই ফুডের প্যাকেট আমাদের দলের ছেলেরা বানিয়ে দিচ্ছেন। প্রথম ত্রাণের প্যাকেট বানিয়ে দেয় পার্থ ভৌমিক। আমরা সেটা ঘাটালে বিলি করেছি।’ উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গে বন্যার জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেছেন নেপালের কোশী নদী থেকে ছাড়া জল এবং ডিভিসিকে।  এদিন মোটরসাইকেলগুলি দমকল কর্মীদের হাতে তুলে দেওয়ার পর মুখ্যমন্ত্রী জানান, এই মোটরসাইকেলে ঘিঞ্জি এলাকায় সহজে ঢোকা যাবে। এর পাশাপাশি এদিন পুলিশের হাতে কিছু ই-সাইকেলও তুলে দেওয়া হয়। যা সাধারণভাবে চালানো ছাড়াও ব্যাটারির সাহায্যে চালানো যাবে। দমকলমন্ত্রী ছাড়াও এদিন ছিলেন সাংসদ সৌগত রায় ও কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নারায়ণ গোস্বামী ও অন্যরা।