নন্দীগ্রামে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূলের কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। বুধবার এসএসকেএম হাসপাতালে আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁদের চিকিৎসা যাতে যথাযথ হয় সেই বিষয়ে চিকিৎসক এবং হাসপাতালের প্রশাসনকে নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রী হাসপাতালের ওয়ার্ডে ঢোকার পর আহত এক কর্মী বেড থেকে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে যান। যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ওই কর্মীকে বেডে বসার নির্দেশ দেন। বুধবার ৯ জন আহতের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ৫০ হাজার টাকার চেক এবং একটি খাবারের ব্যাগ তুলে দেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুয়খোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কাল ৪ জনকে ছেড়েছে, আরও ৯ জনকে আমি দেখে এলাম। বার্ন ইউনিটে আমি যাচ্ছি না, ববিকে পাঠাচ্ছি। ফ্যামিলির সঙ্গে কথা বলবেন।’ তিনি এদিন আরও বলেন, ‘বেশিরভাগ ছেলেমেয়ে আমাদের মারা গিয়েছে।’ মুখ্যমন্ত্রী বলেন, ভোটকে কেন্দ্র করে যারা মারা গিয়েছে, তাদেরকে সরকারের তরফে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হচ্ছে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হচ্ছে। যারা আহত হয়েছেন তাদেরকে ৫০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।