কলকাতা

‘বুকের পাটা থাকলে ইউপি-রাজস্থান থেকে জিতে এসো’, কংগ্রেসকে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর

ফের ধরনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতা শহরে আম্বেদকারের মূর্তির নিচে ধরনায় বসেছেন তিনি। সেখান থেকেই ফের একবার কংগ্রেসকে সরাসরি আক্রমণ শাণিয়েছেন তিনি। আইএনডিআইএ জোটের অংশীদারদের বিভিন্ন রাজ্যে আসন সমঝতার বিষয়ে প্রথম থেকেই সরব তৃণমূল সুপ্রিমো। সাম্প্রতিক টালমাটাল অবস্থার মাঝেই ফের একবার তাঁর তোপের মুখে কংগ্রেস। ধরনা মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, ‘আমরা কংগ্রেসকে বলেছিলাম মাতব্বরি করবে না। আঞ্চলিক দলগুলিকে করতে দাও। শুনলো কংগ্রেস? তারপর চলে এল বাংলায় প্রোগ্ৰাম করতে। একবারও তো বলেনি। বাংলায় না এসে ইউপি গেলে না কেন?’ ধরনা মঞ্চ থেকে তিনি কংগ্রেসকে আরও আক্রমণ করেছেন। মুসলিমদের ভোট ভাগ করার চেষ্টাতেও অভিযুক্ত করেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কংগ্রেসকে বলেছিলাম ৩০০ আসনে লড়ুন। বাকি যে যেখানে শক্তিশালি সেখানে তাকে ছেড়ে দিন। শুনল না। চলে এল বাংলায়। মুসলিমদের সুড়সুড়ি দিচ্ছে’।