রাজ্যের প্রাপ্য টাকা আদায়ে এবার ‘দিল্লি চলো’- ধরনা মঞ্চ থেকে ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার রেড রোডে দু’দিন ধরে ধরনায় তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রী জানান, দু’দিন ধরে তিনি ধর্নায় বসেছেন। কিন্তু এর মধ্যে একবার কেন্দ্রীয় মন্ত্রীরা বা কেন্দ্রের কেউই একটা ফোন করেননি। ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা,” সবাইমিলে জোট বাধুন। অধিকার না পেলে চলো দিল্লি চলো। নেতাজী, গান্ধীজি, আম্বেদকর- সবার ছবি হাতে নিয়ে আমরাও দিল্লি যেতে পারি। ভিক্ষে করে ভাড়া করব ট্রেন। তোমরা রিজার্ভেশন না দিলে” তিনি জানান, “১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া। জিএসটির টাকা পাব। মিডিয়া দেখাবে না তো কী। সোশ্যাল মিডিয়া আছে। ভেবেছিলাম ভদ্রতা করে কেন্দ্রীয় সরকারের কেউ যোগাযোগ করবে। কিন্তু এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি।” মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “সমস্ত বিরোধী দলগুলিকে কলঙ্কিত করছে। দিল্লি থেকে মিডিয়ার মালিকদের বলে দেওয়া হচ্ছে তৃণমূলের ধরনা কর্মসূচি দেখানো যাবে না। রিপোর্টাররা খবর পাঠালেও তা দেখানো হচ্ছে না। জিএসটি কর নিয়ে যাচ্ছে। এক টাকাও বাংলাকে দিচ্ছে না। প্রাপ্য দিচ্ছে না। তিনবার প্রধানমন্ত্রীকে বলে এসেছি। দলের সাংসদরা বলেছে। আন্দোলন করেছে। মন্ত্রীরা গেছে। চিঠি দিয়েছি। দুবছর চলে গেল। যা পেতাম তাও বাদ। হরেকরকম্বা। কোন অধিকারে বাংলার – দিল্লি – পাঞ্জাব – তামিলনাড়ু – ছত্তিশগড় – মহারাষ্ট্রের অধিকার কেড়ে নেওয়া হয়। অন্য রাজ্যে৷ টাকা দিলেও এরাজ্যের সব কেড়ে নেওয়া হয়েছে। এখন কন্যাশ্রী নকল করছে।