কলকাতা

জুনিয়র ডাক্তারদের নিয়ে তাঁর বক্তব্যকে বিকৃত করেছে সংবাদমাধ্যমের একাংশ, সরব মুখ্যমন্ত্রী

জুনিয়র ডাক্তারদের নিয়ে তাঁর বক্তব্যকে সংবাদমাধ্যমে বিকৃত করা হয়েছে । এই অভিযোগে সোশাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি তাঁর এক্স হ্যান্ডেলে দীর্ঘ একটি পোস্ট করে দাবি করেছেন যে, তাঁর কথাকে বিকৃত করে তাঁর বিরুদ্ধে চিকিৎসক ছাত্রদের হুমকি দেওয়ার যে অভিযোগ সংবাদমাধ্যমগুলিতে আনা হয়েছে, তা সর্বৈব মিথ্যা ৷ প্রসঙ্গত, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই তাঁর বলা বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে এদিন সোশাল মিডিয়ায় দাবি করেছেন মুখ্যমন্ত্রী । সামাজিক মাধ্যমে এদিন তিনি লিখেছেন, “আমি কিছু প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়াতে একটি বিকৃত, বিভ্রান্তিমূলক প্রচার দেখতে পেলাম, যা গতকাল আমাদের ছাত্রদের অনুষ্ঠানে আমি যে বক্তৃতা দিয়েছিলাম তার রেফারেন্স দিয়ে প্রকাশ করা হয়েছে ।” তিনি আরও লেখেন, “আমি জোরালোভাবে এটা স্পষ্ট করতে চাই যে, আমি (মেডিক্যাল ইত্যাদি) ছাত্রদের বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি । আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি । তাঁদের আন্দোলন অকৃত্রিম । আমি কখনওই তাঁদের হুমকি দিইনি, কিছু লোক আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে । এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।” মুখ্যমন্ত্রী এই দিন অভিযোগ করেছেন, “আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি । কারণ, তারা ভারত সরকারের সমর্থনে আমাদের রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে হুমকি দিচ্ছে এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে । কেন্দ্রের সমর্থন নিয়ে তারা অনাচার তৈরি করার চেষ্টা করছে এবং আমি তাদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি ।” মুখ্যমন্ত্রী এখানে আরও বলেন, “আমি আরও স্পষ্ট করছি যে, আমি গতকাল আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি উদ্ধৃতি । কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝে মাঝে ফোঁস করতে হয় । অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবেই । সেই বিষয়ে আমার বক্তৃতা ছিল রামকৃষ্ণের উক্তির সরাসরি উদ্ধৃতি ।”