কলকাতা

২৬ হাজার স্কুল শিক্ষকদের চাকরি বহালের নির্দেশে খুশি মুখ্যমন্ত্রী, ‘সত্যের জয়’, বললেন অভিষেক

সুপ্রিমকোর্ট প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করায় স্বস্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শীর্ষ আদালতের নির্দেশের পরই এ দিন এক্স হ্যান্ডেলে লেখেন, এই রায়ে তিনি খুব খুশি৷ কলকাতা হাইকোর্ট প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর থেকেই চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এ দিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।’সুপ্রিম কোর্টের এ দিনের নির্দেশের পর এ দিন সরাসরি বিজেপিকে আক্রমণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বাংলাকে বদনাম করতে এবং রাজ্য সরকারকে বিব্রত করতে বিজেপি যে বিস্ফোরক মজুত করেছিল, সুপ্রিম কোর্ট আজ তা নিষ্ক্রিয় করে দিয়েছে৷ সত্যের জয় হয়েছে৷ সমস্ত বাধা অতিক্রম করে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের পাশে থাকব৷’