বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লির কনস্টিটিউশন হলে উপস্থিত রয়েছেন ১৬ অ-বিজেপি রাজনৈতিক দলের ১৭ জন প্রতিনিধি। হাইভোল্টেজ এই বৈঠকে নজর রয়েছে গোটা দেশের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, NCP প্রধান শরদ পাওয়ার এবং দলের অন্যতম নেতা প্রফুল প্যাটেল। রয়েছেন পিপলস ডেমক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। RJD-র প্রতিনিধি হিসেবে বৈঠকে রয়েছেন মনোজ ঝাঁ। CPIM-এর সাংসদ এলামারাম করিমের পাশাপাশি বৈঠকে উপস্থিত হয়েছেন CPIM(L)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এবং RSP-র সাংসদ এন কে প্রেমচন্দ্রন। শিবসেনার সাংসদ
প্রিয়াঙ্কা চতুর্বেদী, DMK নেতা টি আর বালু। কংগ্রেসের তরফে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ। পাখির চোখ রাষ্ট্রপতি নির্বাচন। বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডাকা এই বৈঠকেই চূড়ান্ত হতে পারে প্রার্থীর নাম। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই রাষ্ট্রপতি নির্বাচনের দৌড় থেকে নিজের নাম সরিয়ে নেন শরদ পাওয়ার । তবে আম আদমি পার্টির কোনও প্রতিনিধিই দিল্লির কনস্টিটিউশন হলের বৈঠকে উপস্থিত হননি। রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার আগে এই নিয়ে কোনও আলোচনা চান না বলেই জানিয়েছেন আপ প্রধান। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর আমন্ত্রণ ফিরিয়ে দিলেন TRS প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।