দেশ

রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

পটনায় বিরোধী জোটের বৈঠকের আগেই সৌজন্যের আবহ। বেশ কয়েক বছর বাদে জন্মদিন উপলক্ষে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই ৫৩ বছর পেরিয়ে ৫৪ বছরে পা রেখেছেন রাজীব পুত্র। এদিন সন্ধ্যা সাতটা বেজে ৩৬ মিনিটে টুইট করে রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। টুইটে মমতা লিখেছেন, ‘জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা রাহুল গান্ধিজি। আপনার সুস্বাস্থ্যের কামনা করি। সামনের বছর দুর্দান্ত কাটুক।’ এক সময়ে গান্ধি পরিবারের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু গত কয়েক বছরে সেই সম্পর্কে কিছুটা হলেও চিড় ধরেছে। তার পিছনে অবশ্যই কৃতিত্ব দাবি করতে পারেন অধীররঞ্জন চৌধুরী-আব্দুল মান্নানের মতো রাজ্য কংগ্রেস নেতারা। যাঁরা এক সময়ে রাজ্যের হাজার-হাজার কংগ্রেস কর্মীকে খুনে অভিযুক্ত সিপিএমের কাছে দাসখত লিখে দিয়ে, বিজেপির প্রতি নরম মনোভাব নিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রধান শত্রু হিসেবে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন। ইদানিং তো রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে অঘোষিত জোটেও সামিল হওয়ার অভিযোগ উঠেছে অস্তিত্ব হারানো রাজ্য কংগ্রেসের সভাপতি এবং তার স্যাঙাত স্বঘোষিত কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। বাধ্য হয়ে কংগ্রেসের সঙ্গে দুরত্ব তৈরির পথে হেঁটেছিলেন তৃণমূল নেত্রী।  এমনকী সম্প্রতি কাকদ্বীপে দলের ‘নবজোয়ার’ কর্মসূচি থেকেও কংগ্রেসকে লক্ষ্য করে কড়া বার্তা দিয়েছিলেন মমতা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, ‘বাংলায় সিপিএমের সঙ্গে দহরম-মহরম রেখে চলা কংগ্রেস যেন জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কোনও রকম সাহায্যের আশা না করে।’ ফলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, ‘তবে কী কংগ্রেসের সঙ্গে একই জোটে সামিল হবে না বাংলার শাসক দল।’ বেশ কয়েক বছর বাদে এদিন রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সেই জল্পনায় জল ঢেলে দিলেন মমতা।