এটা ভোট কাটাকাটির জয়, বারবার বলেছিলাম, আসন ভাগ করো, আসন ভাগ হলে, এই অবস্থা হত না
চার রাজ্যের নির্বাচনে ভারডুবি হয়েছে কংগ্রেসের। ছত্তীসগঢ় হারিয়ে কংগ্রেসের সান্তনা এখন তেলঙ্গানা। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের জন্য এই ফল একটি বড় ধাক্কা নিঃসন্দেহে। পাশাপাশি বিরোধীদের দাবি লোকসভা ভোটের আগে অ্যাসিড টেস্ট ফেল ইন্ডিয়া জোট। এনিয়ে এবার সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। পাশাপাশি হালকা করে খোঁচাও দিয়ে দিলেন কংগ্রেসকে। সোমবার বিধানসভায় মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, তিন রাজ্যে হার কংগ্রেসের পরাজয়। মানুষের পরাজয় নয়। বরং বিজেপির জয় ভোট কাটাকাটির জয়। একটা ভোট জিতেই বাবুদের কী অবস্থা। কংগ্রেস একটা হারিয়ে একটা পেয়েছে। আমরা বারবার বলেছিলাম, আসন ভাগ করো। আসন ভাগ হলে, এই অবস্থা হত না। সেই জন্যে ৭০ আসনে হেরেছে। জিতেছে ভোট কেটে। এটা ভোট কাটার জয়।” আমার বিশ্বাস ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে। আসন সমঝোতা হলে ২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। ভোট কাটাকাটির ফলে ১২ শতাংশ ভোট নষ্ট হয়েছে। ভোট পাওয়ার ফারাক মাত্র ৩ শতাংশের। বিজেপি যেখানে পেয়েছে ৪২ শতাংশ ভোট সেখানে বিরোধীরা পেয়েছে ৩৯ শতাংশ ভোট।