কলকাতা

ঈদে রেড রোডে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

সকালেই মুখ্যমন্ত্রী টুইট করে দিয়েছিলেন ঈদের শুভেচ্ছাবার্তা। টুইটে তিনি লেখেন, ‘ঈদ মোবারক! সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। প্রার্থনা করি যেন আমাদের ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। আল্লাহ সবাইকে আশীর্বাদ করুক।’ এর পর তিনি কলকাতার রেডরোড থেকে নিশানা শানলেন কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে। ঈদের সকালেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল সেই পুরাতন মেজাজেই। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। এদিন একদিকে সংখ্যালঘু মানুষদের পাশে থাকার বার্তা দিলেন তেমনি অন্যদিকে দেশের বিভাজনকামী শক্তির বিরুদ্ধে রণহুঙ্কার।  মাথা নোয়াতে রাজি নই ৷ সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে রেড রোডে ঈদের নমাজের অনুষ্ঠান থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে নাম না করেই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, দেশের পরিস্থিতি ঠিক নেই ৷ সাম্প্রদায়িক শক্তি দেশকে বিভাজিত করতে চাইছে ৷ তাই শান্তি বজায় রেখে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে

থাকতে হবে ৷ মঙ্গলবার সকালে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী টুইট করেন। তাতে তিনি লেখেনএরপরেই রেডরোড থেকে মোদি সরকারকে নিশানা শানেন মুখ্যমন্ত্রী।   সেখান থেকেই তিনি বলেন, ‘দেশের বর্তমান অবস্থা ঠিক নয়। ধর্মের নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। দেশে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। কিন্তু বাংলা এভাবে ভাবে না। এখানে একসঙ্গে মিশেমিশে থাকতে জানে সবাই। এখানে সবাই সমান। তৃণমূল সরকার থাকতে এই বিভাজনের রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না। দেশকে যারা টুকরো করতে চায়, হিংসা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করব। তার জন্য আপনাদের প্রার্থনা কাম্য। বিভাজনের রাজনীতি, হিংসার রাজনীতি কেউ মেনে নেবে না। হিন্দু-মুসলিম-শিখ-ইশাই সবাইকে একসঙ্গে মিলেমিশে থাকতে হবে। মিথ্যে আচ্ছে দিন নয়, সকলের জন্য সত্যিকারের আচ্ছে দিন আসবে তৃণমূল সরকারের হাত ধরেই। এবং তা শুধুই কথার কথা নয়। এতদিন যেভাবে প্রশাসন সকলের পাশে দাঁড়িয়েছে, আগামী দিনেও সেভাবেই সঙ্গে থাকবে।’