কলকাতা

সিএএ ইস্যুতে শিলিগুড়িতে রাজবংশী, নমঃশূদ্রদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটের ঠিক আগে আগেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’দিনের উত্তরবঙ্গ সফরে ঠাসা কর্মসূচি নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে এবারের সফরে যেমন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি রয়েছে, তেমনই পাহাড়ের বিভিন্ন বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার সন্ধ্যাবেলার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী করার কথা বলেছে। কীভাবে কার্যকরী হবে, তার বিস্তারিত তথ্য দিয়েছে। মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি পৌঁছেই রাজবংশী, নমঃশূদ্র, লেপচা, জিটিএ-সহ একাধিক বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল।মঙ্গলবার হাবড়া থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দিয়ে ওই দিন বিকেলেই কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রীর। সোমবার সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘আমার বাগডোগরা যাওয়ার কথা আছে। আমি বুধবারই ফিরে আসবো।’’ তবে সিএএ কার্যকর হওয়ার পর এদিনের বিভিন্ন বোর্ডের সঙ্গে বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বিশেষত রাজবংশী ভোট উত্তরবঙ্গের ভোটে এক অন্যতম ফ্যাক্টর হিসাবে কাজ করে। তাই এদিনের উত্তরবঙ্গের বিভিন্ন বোর্ডের সঙ্গে বৈঠকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।