বিদেশ

স্পেনের মাদ্রিদে নীলপাড় সাদা শাড়ি-হাওয়াই চটিতে মর্নিং ওয়াক মমতার

আজ সকালে মাদ্রিদের রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বরাবরের মতোই নীলপাড় সাদা শাড়ি পরে দেখা গিয়েছে তাঁকে। গায়ে জড়ানো ছিল শাল। পায়ে পরিচিত হাওয়াই চটি। একটি জলাশয়ের পাশ দিয়ে হাঁটতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। মর্নিং ওয়াকে তাঁকে সঙ্গ দিতে দেখা গিয়েছে দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকেও।শুধু তাই নয়, মাদ্রিদের রাস্তায় এক সঙ্গীত শিল্পীকে দেখে দাঁড়িয়েও পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই শিল্পীর হাতে ছিল অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র। সেটি বাজিয়েও দেখেন মুখ্যমন্ত্রী। দক্ষ হাতেই আমরা করব জয় সুর বাজিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সহযোগীদের সঙ্গে ওই শিল্পীও আপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে, মাদ্রিদ থেকে সিইসি বিল নিয়ে সর্বাত্মক বিরোধিতার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বলেছেন, বিচারব্যবস্থাকে বুলডোজ করতে চাইছে কেন্দ্র। এই বিষয়ে ইন্ডিয়া জোটের সকলের সঙ্গে কথা বলতে হবে। সর্বাত্মকভাবে কড়া বিরোধিতা করতে হবে। শুধুমাত্র মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগই নয়, এক দেশ এক ভোটের মতো আরও জনবিরোধী বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার। এমনও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।