কলকাতা জেলা পুজো

মহালয়ার পূণ্যলগ্নে সশরীরে কলকাতার ৬ পুজো এবং ভার্চুয়ালি জেলার ৩২০টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 পিতৃপক্ষের অবসানের দিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করলেও, দেবীপক্ষ শুরু না-হওয়ায় মণ্ডপ বা প্রতিমার উন্মোচন করেননি ৷ তবে মহালয়া থেকে পুরোদমে রাজ্যে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন দুপুরে হাতিবাগান সর্বজনীন দিয়ে ২০২৪ সালের দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেন তিনি । আর এদিনের মতো তিনি পুজো উদ্বোধন শেষ করলেন চেতলা অগ্রণী ক্লাব দিয়ে । সশরীরে হাজির হওয়ার পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও এদিন দুর্গাপুজোর উদ্বোধন করেন মমতা । কলকাতার পুজোর মধ্যে এদিন হাতিবাগান সর্বজনীন, সেলিমপুর পল্লি, বাবুবাগান, ৯৫ পল্লি, যোধপুর পার্ক এবং চেতলা অগ্রণীর পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী । এর পাশাপাশি জেলার ৩২০টি পুজোরও উদ্বোধন করেন তিনি । দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে কোচবিহার, প্রত্যেক জেলার পুজো তাতে ছিল । এদিন চেতলা অগ্রণী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে যে পুজোগুলি উদ্বোধন করলেন তার প্রায় প্রত্যেকটিতেই পুজোয় মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার উৎসবের মাঝেই উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলা বন্যা দুর্গত । এই অবস্থায় পুজোমণ্ডপে থাকা জনপ্রতিনিধিদের থেকে বন্যা পরিস্থিতি নিয়েও খবরাখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী । বর্তমান পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষকে দুর্গত মানুষদের সাহায্য করার কথাও বলেন তিনি । এদিন চেতলা অগ্রণী ক্লাবে প্রত্যেক বছরের মতোই দেবী দুর্গার চোখ এঁকেছেন মুখ্যমন্ত্রী ।