আজ জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর সেই বৈঠকে নাকি দলের কাছে ক্ষমা চেয়েছেন জেলা পরিষদের সভাধিপতি । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারও অনুগামী হবেন না বলে মুচলেকাও দিয়েছেন। যদিও এই বিষয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি যে দেখা করেছিলেন প্রকাশ্যে তা কোনওভাবেই মানতে চাননি গৌরচন্দ্র মণ্ডল। নতুন কোনও কিছুই ঘটেনি। জেলা পরিষদের সমস্ত সদস্য ঐক্যবদ্ধভাবেই দলের আগামী নির্বাচনে লড়াই করবেন। তবে তাঁকে পাশে বসিয়েই তৃণমূলের জেলা সভাপতি মৌসম নুর জানান, গৌরচন্দ্র মণ্ডল শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন একটা ভুল বোঝাবুঝির ফলে। এখন সেই ভুল থেকে তিনি বেরিয়ে এসেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর নেত্রী। জেলা সভানেত্রী মৌসম নূর স্পষ্ট জানিয়েছেন, গৌরচন্দ্র মণ্ডলের আর শুভেন্দু মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু এখন তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর নেত্রী।