জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ডিএ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বুধবার দুপুর তিনটে নাগাদ নবান্নে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগেও আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকার আলোচনায় বসে কিন্তু তাতে সমাধানসূত্র মেলেনি। সেবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা।