কলকাতা

কুড়মিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, তফসিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তির আশ্বাস

মঙ্গলবার বিকেলে নবান্নে কুড়মি জনজাতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের তফসিলি উপজাতি তালিকায় স্থান দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকার আন্তরিক হলেও এই প্রক্রিয়া কেন্দ্রের জন্য আটকে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সমস্ত শ্রেণির মানুষের সমর্থন পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বিশেষ করে জঙ্গলমহলের জেলাগুলিতে বসবাসকারী কুর্মি সম্প্রদায় দু’হাত খুলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে ৷ লোকসভা নির্বাচন মেটার পর গত সপ্তাহে ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু শেষ মুহূর্তে আরজি করের ঘটনার কারণে এই ঝাড়গ্রাম সফরে কুর্মিদের সঙ্গে বৈঠক করতে পারেননি রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ এই অবস্থায় মঙ্গলবার নবান্নে কুড়মি জনজাতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ৷ এই বৈঠক থেকেই তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷দীর্ঘদিন ধরেই কুড়মি সম্প্রদায়ের মানুষের দাবি ছিল তাদেরও তপশিলি উপজাতি তালিকায় স্থান দেওয়া হোক ৷ এই নিয়ে দীর্ঘদিন জঙ্গলমহলের একাধিক জেলায় আন্দোলন করছেন কুড়মিরা ৷ এদিনের বৈঠকে তাঁদের তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবি নিয়েও আলোচনা হয় ৷