কেন্দ্র এবং কেন্দ্রীয় দলের সুপারিশ মেনে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সংশোধনমূলক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তবে প্রকল্পে বরাদ্দ চালু করেছে কেন্দ্র। নতুন করে বাড়ি তৈরির ‘কোটা’ এবং বরাদ্দ চালু হয়েছে। উপভোক্তাদের সংশোধিত তালিকার ভিত্তিতে চূড়ান্ত অনুমোদনের কাজও শেষ। এ বার শুরু হচ্ছে বাড়ি তৈরির কাজ। এই অবস্থায় নজরদারি জারি রাখার বার্তা দিয়ে ফের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। তার পাল্টা বুধবারই একশো দিনের কাজের প্রকল্পে বরাদ্দ চেয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শাসক দল তৃণমূল কংগ্রেসও কেন্দ্রীয় দলের আগমনকে ‘রাজনৈতিক পর্যটকদের সফর’ বলে কটাক্ষ করেছে। সাগর মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই এ দিন তাঁর প্রতিক্রিয়া, “রাজনীতিতে আমি নেই। কপিল মুনির আশ্রমে আমি দাঁড়িয়ে আছি। রাজনীতি না করে বলো, একশো দিনের টাকা দিতে!”