বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি। দুই রাজ্যে ধুয়ে মুছে প্রায় সাফ কংগ্রেস। আর গতকাল, চার রাজ্যের ফল ঘোষণার দিনই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর নয়া দিল্লিতে বৈঠকের ডাক দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু সেই বৈঠকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি তৃণমূলকে। আজ উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে এমনই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের সেই দাবির পর এবার একই সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে মমতা মুখ খোলেন ইন্ডিয়ার বৈঠক নিয়েও। এদিন তিনি বলেন, ”ইন্ডিয়া জোটের মিটিংয়ের জন্য কেউ জানায়নি। আমি জানিও না। আমার কাছে কোনও ইনফরমেশন নেই। আমি যদি জানতাম, তাহলে তো সেই বুঝে আমি সূচি করতাম।” প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের দিন উত্তরবঙ্গে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
