কলকাতা

নামেই ‘সুবিধা’ ট্রেন! বিমানের থেকেও বেশি ট্রেনের ভাড়া, সরব মুখ্যমন্ত্রী, সোশাল মিডিয়ায় দুষলেন কেন্দ্রকে

দেশ যখন ভারত-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনাল নিয়ে মজে ঠিক তখন রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে সরব প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার সোশাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন তিনি। সাধারণ মানুষের ভরসার কেন্দ্রস্থল ভারতীয় রেল যে ক্রমেই মূল্যবৃদ্ধির আওতায় চলে আসছে তাও এদিন তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স বার্তায় লিখেছেন, দুঃখের বিষয় যে এই মুহূর্তে রেলের যাত্রী ভাড়া অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। তাঁর অভিযোগ, কখনও কখনও ট্রেনের ভাড়া, বিমান ভাড়ার চেয়েও বেশি হচ্ছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ কোথায় যাবে? তিনি আরও লেখেন, রেলের বর্ধিত ভাড়া রদ করার পাশাপাশি তা কমাতে হবে। একইসঙ্গে যাত্রী সুরক্ষা এবং রেলের নিরাপত্তার উপরে জোর দিতে হবে। তিনি সোশাল মিডিয়ায় আরও বলেন, রেলমন্ত্রী থাকাকালীন আমি অ্যান্টি কলিশন ডিভাইস এবং অন্যান্য দুর্ঘটনা রোধকারী ব্যবস্থা চালু করেছিলাম। ক্রমবর্ধমান ট্রেন দুর্ঘটনা এড়াতে কেন এই ধরনের ব্যবস্থাপনাগুলিকে ব্যবহার করা হচ্ছে না। অথচ জন বিরোধী ভাবে ভারত শাসন নিয়ন্ত্রণহীন হয়ে চলেছে। সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনার সময় বারবার মমতা বন্দ্যোপাধ্যায় রেলের যাত্রী নিরাপত্তা এবং সেফটি সিকিউরিটি নিয়ে সরব হয়েছেন। তিনি একথাও জানিয়েছিলেন, তাঁর সময় চালু হওয়া অ্যান্টি কলিশন ডিভাইস চালু করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হত। এদিন সেই বিষয়টি নিজের বক্তব্যে আরও একবার তুলে ধরেন বাংলার প্রাক্তন রেলমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখের উপর রেলের ভাড়া বৃদ্ধি থেকে পরিকাঠামো সব নিয়েই আরও একবার রেলমন্ত্রককে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ ওই পোস্টে মুখ্যমন্ত্রী এও উল্লেখ করেছিলেন, তিনি রেলমন্ত্রী থাকার সময়ে দুর্ঘটনা রোধে একাধিক উপায় নিয়ে আলোচনা করেছিলেন, সেসব চালু করার কাজও এগোচ্ছিল। তবে এতদিন পরও সেসব না হওয়ার জেরেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। রেল সূত্রে খবর, জয়পুর থেকে বেঙ্গালুরু পর্যন্ত ‘সুবিধা’ ট্রেনের ভাড়া উৎসবের মরশুমে ১১ হাজারেরও বেশি হয়েছিল। মুম্বই থেকে পাটনা যেতে গুনতে হয় ৯ হাজারেরও বেশি। এদিন মুখ্যমন্ত্রীর এই পোস্টের উদ্দেশ্য এসবই, মত ওয়াকিবহাল মহলের।