হাসপাতালে নয়, চিকিৎসকদের পরামর্শ একপ্রকার অগ্রাহ্য করেই আপাতত বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান মুখ্যমন্ত্রী। জানালেন এসএসকেএম-র ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিের যান তিনি৷ আপাতত বাড়িতে ফিরে গিয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে চান তিনি৷ তবে মুখ্যমন্ত্রীকে বিশ্রামে থাকতে হবে কি না বা কতদিন বিশ্রাম নিতে হবে, তা এখনও স্পষ্ট নয়৷ এদিন মেডিক্যাল বুলেটিন প্রকাশ করল এসএসকেএম কর্তৃপক্ষ। হাসপাতালে অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, ‘কপ্টারের জরুরি অবতরণের সময়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এসএসকেএমে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সিনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে দেখছেন। MIR করা হয়েছে। রিপোর্টে দেখা দিয়েছে, বাঁ হাঁটুর নিচে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। চোট লেগেছে কোমরে বাঁদিকেও’।
মাঝ-আকাশের প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্য়ে পড়ে হেলিকপ্টার। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে, বাগডোগার নামানো যায়নি কপ্টারটি। তাহলে? কপ্টারের মুখ অন্যদিকে ঘুরে দেন পাইলট। শেষপর্যন্ত শালুগাড়ার কাছে সেবক সেনা ছাউনি জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। এদিকে কপ্টারের জরুরি অবতরণের সময়ে কোমড়ে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী। সড়ক-পথে কলকাতায় ফেরেন তিনি। এরপর যখন এসএসকেএম হাসপাতালে পৌঁছন, তখন খোঁড়াচ্ছিলেন মমতা। দেখেই বোঝা যাচ্ছিলেন, বেশ অস্বস্তিতেই রয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।