জেলা

চা বাগান শ্রমিকদের পোশাকে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে মকাইবাড়ি চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ অন্য ভাবে দেখা গেল। চা শ্রমিকদের পোশাকে এদিন চা বাগানে চা শ্রমিকদের কাজে হাত লাগালেন তিনি। মুখ্যমন্ত্রী বললেন, আমি অনেকদিন আগেই কবিতা লিখেছিলাম। আমার পুরো দার্জিলিং নিয়ে অনেক কবিতা আছে। আমি যেখানে যা দেখেছি, সব নিয়ে কবিতা আছে। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে চা বাগানের শ্রমিকরা তাঁদের নিজস্ব ভাষায় গানও গান সবুজে ঘেরা চা বাগানের মাঝে দাঁড়িয়ে। আর তাতে তাল মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাদের সঙ্গে কথাও বলেন মমতা। চা বাগানে বসেই চুমুক দেন চায়ে। সঙ্গে মমতা বলেন, ‘‌চা বাগান ভাল থাকুক, চা শ্রমিকরা ভাল থাকুক।’‌ প্রসঙ্গত, কার্শিয়াংয়ে এসে মকাইবাড়ি টি এস্টেটের ম্যানেজারের বাংলোয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশের বিয়ে এদিন। মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ের অনুষ্ঠানে যাননি। তবে বিয়ের পর নবদম্পতি আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতে। মুখ্যমন্ত্রী আরও বলেন, “আজকে ওদের ড্রেস পরে ওদের ঝুড়ি নিয়ে ওদের থেকে চা তোলা শিখলাম। এবার থেকে আমি যে কোন চা বাগানে গিয়ে জায়গায় চা তুলতে পারব। এটাই আজ আমার বড়ো শিক্ষা। পাহাড় আমার নিজের বাড়ি হয়ে গেল। পাহাড় আমার হৃদয়ে চলে এল। পাহাড় এর সঙ্গে রক্তের বন্ধন হয়ে গেল, হৃদয় এর বন্ধন হয়ে গেল। পাহাড় ও সমতলের মধ্য ঐক্যের বাঁধন তৈরি হয়ে গেল। আমি মুখে বলি না। আমি করে দেখাই। সব বিশ্বের মধ্য আমাদের পরিবার প্রথম। আমি শ্রমিকদের পাট্টা দেব। এটা কাল আমি বলব। কাল সরকার এর প্রগ্রাম আছে। এদিন চা খেতে খেতে শ্রমিকদের কাছ থেকে মুখ্যমন্ত্রী জানতে চান, ‘‘জমির পাট্টা পেয়েছেন?’’। তিনি বলেন, ‘‘আমাদের পাহাড় ভালো থাকুক, চা বাগান ভাল থাকুক। আপনারা জানেন আমাদের বাড়ির বিয়ে হচ্ছে পাহাড়ের মেয়ের সঙ্গে।’’