কলকাতা

‘বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, আর কংগ্রেস স্যান্ডউইচ’, কলকাতা পুরভোটে জয়ের পর কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

আগামী ২৩ ডিসেম্বর গঠন হবে পৌর বোর্ড!

জনতার রায়ে বিজেপি ভোকাট্টা ৷ সিপিএম নো পাত্তা ৷ আর কংগ্রেস এই দুই দলের স্যান্ডউইচ ৷ কলকাতা পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর এ ভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা গণতন্ত্রের জয় ৷ এটাই জনাদেশ ৷ মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে মাথা নত করে কাজ করে যাব ৷” বিধানসভা ভোটের ধারা অব্যাহত কলকাতা পৌর নির্বাচনেও ৷ বিরোধীদের অনেকটা পেছনে ফেলে বিরাট ব্যবধানে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ জনাদেশকে কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা পৌর নির্বাচনে বিরোধীদের ভরাডুবিকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷  মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছেন, ‘আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। আমরা মা মাটি মানুষের প্রতি কৃতজ্ঞ। আরও মাথা নত করে আমরা কাজ করে যাব। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে। মানুষের জন্যই আরও বেশি করে কাজ করে যাব।’ মঙ্গলবারেই মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কামাখ্যা যাবেন। সেই মুহূর্তেই তিনি জানিয়েছেন, ‘আমরা আরও বেশি করে কাজ করব। কলকাতা এবং বাংলা আমাদের গর্ব। বিশ্বকে পথ দেখাবে বাংলা। আমরা মাটিতে থেকে কাজ করি তাই আমাদের ল্যান্ডস্লাইড ভিকট্রি হয়েছে। কলকাতা নিরাপদ শহর। এবারে আমরা গ্রাম, সেমি আরবান ও আরবান এলাকার প্রতি আরও বেশি করে নজর দেব।’ মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী ২৩ ডিসেম্বর বেলা দু’টোয় মহারাষ্ট্র নিবাস হলে জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন তিনি ৷ সেখানেই নতুন মেয়র এবং বোর্ড গঠন করা হবে ৷ এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী কলকাতা পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩৪ আসনে, বিজেপি জিতেছে ৩ আসনে, বাম ২ আসনে, কংগ্রেস ২ আসনে ও অন্যান্য ৩ আসনে এগিয়ে।